Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Life Style News

18 hours ago

Safety Tips for Women: অচেনা রাস্তায় দীর্ঘ যাত্রা? অ্যাপক্যাব ব্যবহার করার সময় মহিলাদের যে ৭টি বিষয় মাথায় রাখা জরুরি!

Safety Tips for Women When Travelling Solo in Cabs
Safety Tips for Women When Travelling Solo in Cabs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অ্যাপ ক্যাবের দৌলতে আজ শহর থেকে শহরান্তরে যাওয়া অনেকটাই সহজ হয়ে উঠেছে। অফিস, পড়াশোনা, বেড়াতে যাওয়া বা জরুরি প্রয়োজনে অনায়াসেই বুক করা যাচ্ছে ক্যাব। পরিচিত এলাকা বা চেনা রাস্তায় ভ্রমণ সহজ হলেও অচেনা পথে দীর্ঘ সময় একা সফর করার সময় মহিলাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। নিরাপদ ভ্রমণের জন্য সাবধানতা জরুরি, বিশেষত যখন গন্তব্য বা রাস্তাটি একদম নতুন।

∆  নিচে দেওয়া হল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, যা বিশেষ করে মহিলাদের অ্যাপক্যাবে দীর্ঘ সফরের সময় মেনে চলা উচিত:

 ট্রিপ শেয়ার করুন: যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গেই ট্রিপের তথ্য কোনও আত্মীয়, বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন। অ্যাপে 'Share Trip' অপশন ব্যবহার করলে তাঁরা লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন।

ড্রাইভারের তথ্য যাচাই করুন: গাড়িতে ওঠার আগে ক্যাবের নম্বর, ড্রাইভারের নাম ও ছবি মিলিয়ে নিন অ্যাপে দেওয়া তথ্যের সঙ্গে। সন্দেহজনক কিছু মনে হলে সফর বাতিল করুন।

অচেনা রাস্তায় সতর্ক থাকুন: নিজের গন্তব্যের রুট আগেই গুগল ম্যাপে দেখে নিন। ক্যাব যদি অন্য পথে ঘোরে, সঙ্গে সঙ্গে সতর্ক হোন।

পিছনের সিট বেছে নিন: একা সফরের সময় পিছনের ডানদিকের সিটে বসা তুলনামূলকভাবে নিরাপদ। এতে ড্রাইভারের সঙ্গে দূরত্ব বজায় থাকে।

নিজস্ব সুরক্ষা সামগ্রী রাখুন: পিপার স্প্রে, ছোট অ্যালার্ম ডিভাইস বা ফোনে SOS অ্যাপ ইনস্টল করে রাখুন। প্রয়োজনে তাৎক্ষণিক কাজে লাগতে পারে।

ফোন সম্পূর্ণ চার্জে রাখুন: দীর্ঘ যাত্রায় মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।

অতিরিক্ত কিছু না বলাই ভালো: ড্রাইভারের সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন। কোথা থেকে যাচ্ছেন বা কোথায় থাকেন, এসব ব্যক্তিগত তথ্য না বলাই শ্রেয়।

দরজা লক করুন: দরজা লক করে রাখুন। প্রয়োজন হলে জানলার কাচও হাওয়া আসার মতো খুলে বাকিটা তুলে রাখুন। বা এসি চললে পুরোপুরি বন্ধ করে রাখুন।

ঘুমোবেন না: দীর্ঘ পথযাত্রায় অনেকেই ঘুমিয়ে পড়েন। অ্যাপক্যাবে বা ট্যাক্সিতে দীর্ঘপথ যেতে হলে কখনওই ঘুমোবেন না।

হেল্পলাইন নম্বর: কেন্দ্রীয় সরকারের নারী সহায়তা নম্বর ১৮১, ১১২ এবং রাজ্যপুলিশের হেল্পলাইন নম্বর ১০০ স্পিড ডায়ালে রাখুন।

প্রযুক্তি জীবন সহজ করে, তবে সচেতনতা না থাকলে তা ঝুঁকির কারণও হতে পারে। তাই অচেনা রাস্তায় একা ক্যাব যাত্রায় সাবধান থাকুন, নিরাপদ থাকুন।

You might also like!