রাঁচি, ২৬ জুলাই: ঝাড়খণ্ডের আটটি জেলায় আগামী ২৯ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শনিবার আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। বৃষ্টি হতে পারে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং পূর্ব ও পশ্চিম সিংভূম, সিমডেগা, সারাইকেলা-খরসাঁওয়া, দেবঘর, দমকা, গিরিডি ও গড্ডা জেলায়।
জানা গেছে ,বিগত ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টি হয়েছে সিমডেগার বোলবা এলাকায় ৯৪.৬ মিমি। রাঁচিতেও ৩৮.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহ বিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৩৬ ঘণ্টায় এটি ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের দিকে অগ্রসর হতে পারে।
শনিবার ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন শহরে তাপমাত্রা ছিল যথাক্রমে: রাঁচি ২৮.৬ ডিগ্রি, জামশেদপুর ২৯.৩, ডালটেনগঞ্জ ৩০.২, বোকারো ৩২.১ এবং চাইবাসা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।