Country

9 hours ago

Chirag Paswan:আরজেডি-কে তোপ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগের, কটাক্ষ করলেন কংগ্রেসকেও

Chirag Paswan
Chirag Paswan

 

পাটনা, ২৬ জুলাই : রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। কটাক্ষ করেছেন কংগ্রেসকেও। এসআইআর অনুশীলনের বিরুদ্ধে নির্বাচন বয়কট করার বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান শনিবার বলেছেন, "আমি বলছি, সাহস থাকলে তাদের এমনটা করতে দিন। এরা এমন রাজনৈতিক দল যারা একা লড়তেও পারে না। বিহারের একটি পুরনো দল আরজেডি-এর একা নির্বাচন লড়ার সাহস নেই; তারা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ। এমনকি কংগ্রেসেরও এখানে একা লড়ার সাহস নেই।"

চিরাগ আরও বলেছেন, ''লোকসভা নির্বাচনের সময়, তারা বলছিল যে সংবিধান বাতিল করা হবে, সংরক্ষণ বাতিল করা হবে, তা কি হয়েছে? এসআইআর নিয়ে যে ধরণের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তা সিএএ-এর সময় তারা যা করেছিল তার মতোই।"

You might also like!