পাটনা, ১৭ জুলাই : বিহারে বিধানসভা ভোটের আগে নয়া চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন তিনি। এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে। এই নিয়ে আম আদমি পার্টি (এএপি) নেতা অনুরাগ ধান্ডা বলেন, অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে একটি নতুন ধারা শুরু করেছিলেন, দিল্লিতে তিনি বিনামূল্যে বিদ্যুৎ, ভাল শিক্ষা ব্যবস্থা এবং উন্নতমানের হাসপাতাল গড়ায় মনোনিবেশ করেছিলেন। আম আদমি পার্টির সেই প্রভাব এখন নীতীশ কুমারের বিহারেও দেখা যাচ্ছে। কারণ নীতীশ কুমারও প্রথমবারের মতো বিহারে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন। বিহার নির্বাচনে আম আদমি পার্টি তাদের অবস্থান ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এটা হলো।