West Bengal

3 hours ago

Howrah devastated by rain: বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়ার বির্স্তীণ এলাকা

Howrah devastated by rain
Howrah devastated by rain

 

হাওড়া, ৮ জুলাই : টানা বৃষ্টিতে জলযন্ত্রণা হাওড়ায়। হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে কোথাও হাঁটুজল, কোথাও তার থেকে বেশি জল জমে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। বেলগাছিয়া, সালকিয়া থেকে দক্ষিণ হাওড়ার বির্স্তীণ এলাকার রাস্তাঘাট, পুকুর, নর্দমা জলমগ্ন হয়ে পড়েছে। মধ্য হাওড়ার ইছাপুর মোড়, ডুমুরজলা এইচআইটি আবাসন, শৈলেন মান্না সরণি-সহ বেলিলিয়াস রোড, বেলিলিয়াস লেন, পঞ্চাননতলা রোডের আশপাশ এলাকার কয়েকটি ওয়ার্ডে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে।

এদিকে, দক্ষিণ হাওড়ার বটানিক্যাল গার্ডেন এলাকা, বাকসাড়া ভিলেজ রোডের অলিগলি জলমগ্ন হয়েছে। সব থেকে করুণ অবস্থা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি আন্ডারপাস সংলগ্ন এলাকায়। পুরসভা সূত্রে জানা গেছে, ওই এলাকায় জল কমাতে বিশেষ সাকশন মেশিন দিয়ে জল সরানোর চেষ্টা চলছে।

You might also like!