হাওড়া, ১৫ জুলাই : কবি অক্ষয়কুমার দত্তের ২০৫–তম জন্মবার্ষিকী পালিত। প্রতি বছরের মতো মঙ্গলবার এই দিনটি স্মরণ করেই জন্মদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করা হয়েছে। প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য নিবেদনের পরে অতিথি বরণ ও পথসভা এবং বক্তব্য পেশ ইত্যাদি মাধ্যমেই স্মরণ করা হয়েছে। অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজক - বালির সুধী নাগরিক সমাজ ও অক্ষয় কুমার দত্ত অনুরাগীবৃন্দ।
মঙ্গলবার বিকেলেই এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। বালিতে ৫৪ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে তা বের হবে এবং পদযাত্রাতে সামিল হবে সর্বস্তরের মানুষ এবং তা দেওয়ানগাজী তলায় শেষ হবে। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার চুপি গ্রামে জন্ম কবি অক্ষয়কুমার দত্তের। শেষ জীবন অতিবাহিত করেন তিনি হাওড়া জেলার বালি গ্রামে। এখন বালি নামেই অধিক পরিচিত। পুরসভার ৫৩ নম্বর পূর্বতন ওয়ার্ড অধুনা ৫ নম্বর ওয়ার্ডের অধীনস্থ দেওয়ানগাজী তলায় রয়েছে তাঁর নিজের হাতে তৈরি শোভনউদ্যান।