West Bengal

5 hours ago

Income tax raid: ১৯ ঘণ্টা আয়কর তল্লাশির পর তৃণমূল নেতার বাড়ি ছাড়লেন আয়কর অফিসাররা

Income tax raid in a primary teacher cum TMC leader's house in Cooch Behar
Income tax raid in a primary teacher cum TMC leader's house in Cooch Behar

 

কোচবিহার, ১৫ জুলাই  : তৃণমূল শিক্ষা সেলের এক নেতার বাড়িতে রাতভর আয়কর হানা চলল। ওই শিক্ষকনেতার নাম জয়দেব আর্য। তিনি কোচবিহারের তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সোমবার দুপুরে তাঁর বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। তার পর প্রায় ১৯ ঘণ্টা ধরে জেরা এবং তল্লাশি অভিযানের পর মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বেরিয়ে যান তাঁরা। তুফানগঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাড়িতে তল্লাশি অভিযান চলে। ১৯ ঘণ্টা ধরে আয়কর তল্লাশি চলায় কৌতূহল তৈরি হয় স্থানীয়দের মনে। অনেকেই ভিড় জমান জয়দেবের বাড়ির সামনে। শিক্ষকনেতার বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে কিছু জানাননি আয়কর আধিকারিকেরা। প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের দাবি, তাঁর মোবাইল এবং মেল হ্যাক করে বহু টাকা আদানপ্রদান করা হয়েছে। সেই কারণেই আয়কর আধিকারিকেরা তাঁর বাড়িতে এসেছিলেন। রাতভর চেষ্টা চালিয়ে হ্যাকারদের হদিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কী কারণে এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ, তা এখনও স্পষ্ট নয়।

You might also like!