কলকাতা, ২৫ জুলাই : দক্ষিণ দিনাজপুরের বুনশিহারি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম ৪২ বছর বয়সী সুজিত মাহাতো। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন এবং অবহেলার কারণে সুজিতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সদস্যরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। শুক্রবার পরিবারের এক সদস্য জানিয়েছে, গলায় টিউমার অপারপেশনের জন্য মঙ্গলবার সুজিত মাহাতোকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররা বৃহস্পতিবার সন্ধ্যায় অপারেশনের তারিখ দিয়েছিল। নির্ধারিত সময়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে, প্রায় এক ঘন্টা পরে নার্সিংহোম পরিবারকে জানায় যে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে এবং তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে।