Country

22 hours ago

Drug Smuggler Arrested Punjab: পাঞ্জাবে ১৫ কেজি মাদক সহ ধৃত পাচারকারী

Drug Smuggler Arrested Punjab
Drug Smuggler Arrested Punjab

 

চণ্ডীগড়, ২৫ জুলাই : পাঞ্জাবের চণ্ডীগড় জেলাতে বড়সড় মাদক-চক্রের পর্দাফাঁস করল পুলিশ। সীমান্ত পেরিয়ে আসা মাদক পাচারের চক্রে সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ১৫ কেজি মাদক (হেরোইন) সহ গ্রেফতার করা হয়েছে বলে জানান পাঞ্জাবের রাজ্যে পুলিশের মহাপরিদর্শক গৌরব যাদব। শুক্রবার তিনি আরও জানান,ঘল খুর্দ থানার অন্তর্গত এলাকা থেকে ধৃতের রমেশ কুমার ওরফে মেছি -কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক(হেরোইন) উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ,তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ থাকতে পারে। পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যে মাদক সরবরাহের বড় নেটওয়ার্কে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলেও মনে করা হচ্ছে।

You might also like!