Country

22 hours ago

PM Modi to visit Tamil Nadu: দুদিনের তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ ও ২৮ জুলাই দুদিনের সফরে তামিলনাড়ু যাবেন। তিনি আরিয়ালুর জেলার গঙ্গাইকোণ্ডা চোলা পুরমে রাজা রাজেন্দ্র চোল– প্রথমের গাঙ্গেয় উপত্যকা জয়ের হাজার বছর পালন উৎসবে যোগ দেবেন।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বৃহাদিশ্বরা মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক মুদ্রার প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী ২৮ জুলাই তুতিকোরিনে একটি পরিমার্জিত অত্যাধুনিক বিমানবন্দরেরও সূচনা করবেন তিনি। ১৯৯২ সালে নির্মিত এই বিমানবন্দরটি ৩৮১ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে।

You might also like!