Game

1 day ago

China Open: চায়না ওপেন, সাত্ত্বিক-চিরাগ কোয়ার্টার ফাইনালে, ছিটকে গেলেন প্রণয়

Satwik and Chirag,China Open
Satwik and Chirag,China Open

 

চাংঝো, ২৪ জুলাই  : বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নান্দো এবং বাগাস মৌলানা জুটিকে সরাসরি গেমে হারিয়ে চায়না ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের শীর্ষ পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি। বিশ্বের প্রাক্তন এক নম্বর ভারতীয় জুটি কৌশলগত শৃঙ্খলা এবং সংযম প্রদর্শন করে অষ্টম বাছাই ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে ২১-১৯, ২১-১৯ ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু এইচএস প্রণয় হেরে গেলেন। যিনি ৬৫ মিনিটের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চাইনিজ তাইপের ষষ্ঠ বাছাই চৌ তিয়েন চেনের কাছে ২১-১৮, ১৫-২১, ৮-২১ ব্যবধানে হেরে যান।


You might also like!