দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে ইতিমধ্যেই সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ফলে ছড়িয়েছে চাঞ্চল্য।জানা যাচ্ছে, বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের প্রাবল্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পোপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা পেনিনসুলাতে সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও সূত্রের খবর, কিছুক্ষণ আগেই তা প্রত্যাহার করা নেওয়া হয়েছে। কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। ভূমিকম্পের পরেই প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি এবং ভিডিও (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি দুলছে। কোথাও আবার কম্পনের ফলে বাড়ির ভিতরের বিভিন্ন জিনিসপত্র পড়ে গিয়েছে।
আলাস্কার দক্ষিণ উপকূল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। প্রতি বছরই সেখানে ছোট-বড় একাধিক ভূমিকম্প দেখা যায়। গত বছরও ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল আলাস্কা। তবে তাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।