Game

1 day ago

UEFA Womens Euro 2025: উয়েফা মহিলা ইউরো ২০২৫: জার্মানিকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে ফাইনালে স্পেন

UEFA Womens Euro 2025
UEFA Womens Euro 2025

 

জুরিখ, ২৪ জুলাই : স্পেনের আইতানা বনমাতি অতিরিক্ত সময়ে (১১৩ মিনিটে) দুর্দান্ত এক গোল করে জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে। সেই সঙ্গে প্রথমবারের মতো মহিলা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় তাঁরা। জার্মানরা, যারা আগের ১০টি ইউরো সেমিফাইনালে নয়টি জয়ের রেকর্ড নিয়ে খেলায় নেমেছিল। কিন্তু এদিনের ম্যাচে জার্মানরা খুবই রক্ষণাত্মক ছিল। তাতে স্পেন গোল করতে হিমশিম খাচ্ছিল। সেই গোল এল স্টপেজ টাইমে আইতানা বনমাতির পা থেকে। বনমাতি বলেছেন, "আমি গর্বিত বোধ করছি। আমরা এর যোগ্য। বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্টও কাটিয়েছি। জার্মানদের পরাজিত করা খুবই কঠিন ছিল"। এই জয় রবিবার বাসেলে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে স্পেন।

You might also like!