Game

1 day ago

Injury Blow:চতুর্থ টেস্টে চোটের পর স্ট্রেচারে মাঠের বাইরে ঋষভ পন্থ

Rishabh Pant injury
Rishabh Pant injury

 

ম্যানচেস্টার, ২৪ জুলাই : ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে টানাটানি করে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ক্রিস ওকসের বিপক্ষে রিভার্স সুইপ করার চেষ্টা করেন পন্থ। তবে বলটি ভেতরে ঢুকে তাঁর সামনের বুটে লেগে যায়। পন্থ চিকিৎসার জন্য মাঠের ফিজিওকে ডাকেন।

আম্পায়াররা তাঁকে চিকিৎসদের মাঠের বাইরে নিয়ে যেতে বলেন। স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় তিনি ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন।

উল্লেখ্য, লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কিপিং করার সময় পন্থ আঙুলে চোট পান। ধ্রুব জুরেল বাকি ম্যাচের উইকেটকিপিং করেন এবং পন্থ কেবল বাকি ম্যাচে ব্যাট করতে নামেন।

You might also like!