বীরভূম, ২৮ জুলাই : সোমবার দুপুরে বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অপমান যাঁরা করছেন, তাঁদের ‘রাজনৈতিক বিসর্জনের’ হুঁশিয়ারিও দেন তিনি। গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন, ২৮ জুলাই সেই ঘোষণাকেই রূপ দিলেন বাস্তবে। ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বেছে নেন কবিগুরুর শান্তিনিকেতনের মাটি। গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে ‘ভাষা আন্দোলন’।
সোমবার বোলপুরে নিজেও পদযাত্রায় অংশ নেন। ‘নিপীড়িত’ বাঙালিদের পাশে দাঁড়াতে হেল্পলাইনও চালু করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বরটি হল – ৯১৪৭৭২৭৬৬৬। আক্রান্তরা কিংবা আক্রান্তদের পরিবারের লোকজনেরা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বরটিতে নাম, ঠিকানা-সহ হোয়াটসঅ্যাপ করা যাবে। ওই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ। পরে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলার পুলিশ। প্রয়োজনে জেলার কন্ট্রোল রুম এবং স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন ‘আক্রান্ত’রা। যদিও বাঙালি হেনস্তার পালটা অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। দুর্গাপুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, যে বা যারা অনুপ্রবেশ করছেন, তাঁদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে।
Smt. @MamataOfficial led a massive rally in Birbhum today, where thousands took to the streets in solidarity against the rising atrocities on Bengalis across @BJP4India-ruled states.
— All India Trinamool Congress (@AITCofficial) July 28, 2025
What unfolded was not just a protest, it was Bengal’s collective voice, rising with strength and… pic.twitter.com/v6bxk8sEGV