Country

7 hours ago

Mallikpur violence update:মল্লিকপুরে ‎নাবালকের গলায় ধারালো কোপ, চিকিৎসাধীন হাসপাতালে

Mallikpur violence update
Mallikpur violence update

 

বারুইপুর, ২৩ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গনিমা মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক নাবালকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত নাবালকের নাম মহম্মদ তানভির। অভিযোগ, বাড়ি ফেরার পথে আচমকাই দুই যুবক তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা-সহ শরীরের একাধিক জায়গায় কোপ মারে।

‎নাবালকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত তানভিরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

‎ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।


You might also like!