মালদা, ১৪ জুলাই : রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে আমবাগান থেকে উদ্ধার হলো নিখোঁজ শ্রমিকের দেহ। খুনের অভিযোগ তুলেছে পরিবার, পুলিশ সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে। খুন করার পর তাঁকে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মালদার ইংলিশ বাজার থানার অন্তর্গত গোপালপুর পাহাড়িপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি। পরিবার সূত্রের খবর, রবিবার রাত থেকে শ্যামলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সারারাত নিখোঁজ থাকার পর সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।