কলকাতা, ১৩ জুলাই : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ড এর তৃতীয় টেস্টে একটি করে ইনিংস শেষে আলাদা করা গেল না কাউকে, দুই দলের স্কোরই যে সমান! ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে তৃতীয় দিন ভারত অলআউট হয় ৩৮৭ রানেই। ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে ভারত এই রান করে।
দিনের শেষে সবচেয়ে উজ্জ্বল নাম রাহুল। ওপেনার হিসেবে নেমে চমৎকার ব্যাটিংয়ে ১৭৭ বলে ১০০ রানের ইনিংস খেললেন তিনি। আর উল্লেখযোগ্য রান করেন পন্থ(৭8), জাদেজা(৭২), করুন নায়ার (৪০) ও এনকেরেড্ডি(৩০)।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ক্রিস ওকস, আর্চার ও স্টোকসের উইকেট দুটি করে।
১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে
২,৫৯৪ ম্যাচে এই নিয়ে ৯ বার দুই দলের প্রথম ইনিংসের স্কোর হল সমান সমান। সবশেষ ২০১৫ সালে হেডিংলিতে ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের টেস্টে এই ফল হয়েছিল।