ইমফল, ২৮ জুলাই : মণিপুরে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সমন্বিত পৃথক অভিযান চালিয়ে ইমফল পূর্ব, ইমফল পশ্চিম এবং থউবাল জেলা থেকে নিষিদ্ধ তিনটি সংগঠনের সাথে যুক্ত পাঁচ সক্রিয় ক্যাডার গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার ইমফল পূর্ব জেলার অন্তর্গত হুইড্রোম গ্রামে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (আপুনবা সিটি মেইতেই)-র সন্দেহভাজন দুই ক্যাডার যথাক্রমে ফিজাম জয়চন্দ্র মেইতেই (৩৫) এবং ওইনাম নিত্রঞ্জিত সিং (২১)- কে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির টাকা আদায় করতে একটি ইটভাটায় যাওয়ার সময় তাদের পাকড়াও করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে থানায় নিয়ে উভয়কে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের বয়ানের ভিত্তিতে কিছুক্ষণ পর তৃতীয় সহযোগী সোরাম আবুংচা মেইতেই (৩৯)-কে কৈরাং মানিং লেইকাই থেকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ভেসপা স্কুটার, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, তিনটি পরিচয়পত্র এবং নগদ ৭০০ টাকা ভরতি একটি মানিব্যাগ।
ওই দিনই থউবাল জেলার তেঁথা খুনউ বাজারে পৃথক অভিযান চালিয়ে কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল-সোরেপা)-এর এক সক্রিয় ক্যাডার হিদাংমায়ুম কিশানকুমার শর্মা (২৭)-কে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। কিশানকুমার শর্মার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, হুমকি, অপহরণের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ইমফল পূর্বের এশিংথেম্বি মাপানে অভিযান চালিয়ে কেসিপি (এমএফএল)-র এক সক্রিয় সদস্য ইয়ুমনাম কোকো সিং (২৩)-কে তার বাসভবন থেকে তুলে নেওয়া হয়েছে। গ্ৰেফতারকৃত পাঁচজনকে তাদের অপরাধজনিত কার্যকলাপের তথ্য উদ্ঘাটনে তদন্ত চালিয়েছেন পুলিশের উর্ধ্বতন আধিকারিকরা।