Country

6 hours ago

Operation Mahadev: শ্রীনগরে সেনাবাহিনীর 'অপারেশন মহাদেব', তিন শীর্ষ লস্কর সন্ত্রাসী নিহত

The Pakistani terrorists killed in the Srinagar encounter
The Pakistani terrorists killed in the Srinagar encounter

 

শ্রীনগর, ২৮ জুলাই : শ্রীনগর জেলায় অপারেশন মহাদেব অভিযানের মাধ্যমে তিন শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গিকে গুলি করে মারল সেনাবাহিনী। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার হারওয়ান-মুলনার এলাকার উপরের অংশে চলমান এনকাউন্টারে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান এখনও চলছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চলে সন্দেহজনক গতিবিধি সম্পর্কে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল। সোমবার ভোর থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনী প্রচণ্ড গুলিবর্ষণের শিকার হয়, যার ফলে দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়া দেখা দেয়। গুলির লড়াই শুরু হলে নিহত হয়েছেন তিন সন্ত্রাসবাদী।

You might also like!