দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এ বছরের শারদীয়ায় আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবি—‘রক্তবীজ ২’ ও ‘যত কাণ্ড কলকাতাতেই’—মুক্তি পেতে চলেছে। একই সঙ্গে টলিউডে গুঞ্জন, উইন্ডোজ় প্রযোজনার পুজোর ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ও থাকছেন। শুধু তাই নয়, মহালয়ার ভোরে স্টার জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে ‘সিংহবাহিনী’রূপে ছোট পর্দাতেও দেখা যেতে পারে তাঁকে। চ্যানেল কর্তৃপক্ষ এবং কৌশানীর মধ্যে প্রাথমিক কথা হয়েছে। এখনও পাকাপাকি কোনও কথা হয়নি উভয়ের মধ্যে। তা ছাড়া, কৌশানী জি বাংলার সঙ্গে প্রতিযোগিতামূলক নাচের অনুষ্ঠানের বিচারক। সে সব সামলে কতটা সময় দিতে পারবেন সেটাও ভাবনার বিষয়। প্রসঙ্গত, এর আগে স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’তে দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক।