লন্ডন, ২২ জুলাই : মঙ্গলবার ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যে চতুর্থ টেস্ট। এই ওভাল টেস্টের দ্বিতীয় দিনে স্মরণ করা হবে গ্রাহাম থর্পকে, সারে ও ইংল্যান্ডের প্রয়াত ব্যাটিং গ্রেটকে নিয়ে থাকবে নানা আয়োজন। প্রথম শ্রেণির ক্রিকেটে গোটা কেরিয়ার সারে কাউন্টি ক্লাবের হয়েই খেলেছেন গ্রাহাম থর্প। এই ক্লাব ও এই আঙিনা মিশে ছিল তার ক্রিকেট ও জীবনের সঙ্গে। আর এখানেই টেস্টের দ্বিতীয় দিনে স্মরণ করা হবে ইংল্যান্ডের প্রয়াত ব্যাটিং গ্রেটকে। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ডে ফর থর্পি।’ সতীর্থ ও ক্রিকেট সংশ্লিষ্টরা তাকে ‘থর্পি’ নামেই ডাকতেন। ওভাল টেস্টের দ্বিতীয় দিনটিকে বেছে নেওয়া হয়েছে এই কারণে, কারণ এই দিনটা থর্পের জন্মদিন।
ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলা থর্প বেঁচে থাকলে এই ১ আগস্ট ৫৬ বছর পূর্ণ করতেন। ৫৫তম জন্মদিনের তিন দিন পর গত ৪ আগস্ট তিনি ট্রেন থেকে পড়ে মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন মানসিক অবসাদ ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আত্মহত্যা করেছেন।