বার্সেলোনা, ২২ জুলাই : লামিনে ইয়ামালের হাতে গত বুধবার আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বার্সেলোনা, এরই মধ্যে ক্লাবটির আয়ে এর অভাবনীয় প্রভাব পড়তে শুরু করেছে। ইয়ামালের নাম লেখা ১০ নম্বর জার্সি একসঙ্গে ক্লাবের অফিসিয়াল দোকান ও অনলাইনে ছাড়ে বার্সেলোনা। এরপরই শুরু হয়ে গেছে তা নিয়ে হুড়োহুড়ি। আর্জেন্টাইন মহাতারকা মেসির জার্সি নিয়েও এতটা হুড়োহুড়ি দেখা যায়নি ক্লাবটির সমর্থকদের মাঝে। এএস এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জার্সি বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই আয়ের অঙ্ক এক কোটি ইউরো ছাড়িয়ে গেছে। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ নম্বর জার্সি পরবেন ইয়ামাল। তাঁর আগে এখানে এই জার্সি পরে খেলেছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা।