Game

21 hours ago

FIDE Womens Chess World Cup: মঙ্গলবার মহিলাদের দাবা বিশ্বকাপের দু’টি সেমিফাইনালেই ভারত-চিন লড়াই

FIDE Womens Chess World Cup
FIDE Womens Chess World Cup

 

জর্জিয়া, ২২ জুলাই : মঙ্গলবার মহিলাদের দাবা বিশ্বকাপের দু’টি সেমিফাইনালেই ভারত-চিন লড়াই। ভারতের দুই প্রতিযোগী কনেরু হাম্পি এবং দিব্যা দেশমুখ। সেমিফাইনালে দিব্যার প্রতিপক্ষ চিনের তান ঝোংগি। তিনি ভারতের আর বৈশালীকে ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছেন। কনেরু হাম্পির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করছেন তিনি। মঙ্গলবার ভারতীয় সময় বিকাল ৪টেয় শুরু হবে সেমিফাইনালের প্রথম গেম। প্রতিযোগিতার অন্য সেমিফাইনালেও ভারত-চিন লড়াই। সেই ম্যাচে হাম্পির প্রতিপক্ষ লেই তিংজি। এই বিশ্বকাপের সেরা তিন খেলোয়াড় ২০২৬র ক্যান্ডিডেটসে যোগ্যতা অর্জন করবেন। ভারতের দুই দাবাড়ু সেমিফাইনালে ওঠায় একটি জায়গা নিশ্চিত। এবারের বিশ্ব দাবা প্রতিযোগিতায় অক্টোবরে ভারতে হবে।

You might also like!