মিরপুর, ২১ জুলাই : শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ জয় পেল ৭ উইকেটে। ১১১ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ব্যাটিং-বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে দারুণ জয় পেল বাংলাদেশ।টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগের ২২ ম্যাচের একটিতেও তাদের ৭ উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর জয় পেল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সবশেষ জয় ছিল ২০১৬ সালের এশিয়া কাপে। এছাড়া ২০২৩ সালের এশিয়ান গেমসে দুই দেশের দ্বিতীয় সারির দলের লড়াইয়ে জিতেছিল তারা। ম্যাচে দারুণ বোলিং করলেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার। তবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা পারভেজ।