Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Game

14 hours ago

UEFA Champions League 2025-26: নতুন মরসুমের প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ- কবে, কখন শুরু হচ্ছে

UEFA Champions League 2025-26
UEFA Champions League 2025-26

 

কলকাতা, ১৯ জুলাই  : ক্লাব বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে দীর্ঘ ইউরোপীয় ফুটবল মরসুম শেষ হয়েছে। এখন অপেক্ষা ২০২৫-২৬ মরসুমের। ইতিমধ্যে কিছু ক্লাব প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়াও চলছে। দলগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনই ফুটবলপ্রেমীরাও অপেক্ষায় আছেন নতুন মরসুমের। ইংলিশ প্রিমিয়ার লিগ: এবার হবে ৩৪তম আসর। লিগ শুরু হবে ১৫ আগস্ট। চলবে আগামী বছরের ২৪ মে পর্যন্ত। এবার প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।

লা লিগা: লা লিগার আসর ৯৫তম আসর। প্রিমিয়ার লিগের মতো এই আসরও শুরু হবে ১৫ আগস্ট, শেষ হবে ২৪ মে। এবার স্প্যানিশ শীর্ষ লিগে উঠেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভিয়েদো।

বুন্ডেসলিগা: জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। আসন্ন মরসুম হবে ৬৩তম। এখানে খেলে ১৮টি দল, খেলা হয় ৩৪টি। এই লিগ অন্যান্য লিগের চেয়ে তুলনামূলকভাবে ছোট। চলবে ২২ আগস্ট থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। এবার নতুন দল এফসি কোলন ও হামবুর্গ।

লিগ আঁ: ফ্রান্সের লিগ আঁর। এবার পড়ছে ৮৮তম আসরে। এখানে ১৮টি দল, ৩৪টি ম্যাচ। শুরু ১৫ আগস্ট, শেষ ১৬ মে। এবার উঠে এসেছে লরিয়েঁ, প্যারিস এফসি ও মেতজ।

সিরি আ: ইতালির সিরি আ এবার পড়ছে ১৬তম আসরে। শীর্ষ পাঁচ লিগের মধ্যে এই লিগ শুরু হবে সবচেয়ে দেরিতে—২৩ আগস্ট। ২০ দলের লিগ, শেষ হবে ২৪ মে। এবার নতুন দল এসেছে সাসসুয়োলো, পিসা ও ক্রেমনেজে।

**ইউরোপীয় ফুটবল শুধু লিগ নয়, ক্লাবগুলোর ব্যস্ততা আছে ইউরোপিয়ান টুর্নামেন্ট নিয়েও। উয়েফা তিনটি প্রতিযোগিতা আয়োজন করে—চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেনস লিগ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মরসুমের বাছাইপর্ব ৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে। মূল পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। গ্রুপপর্বে থাকবে ৩৬টি দল। ফাইনাল হবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টে।

**ইউরোপা লিগ: ইউরোপা লিগের বাছাইপর্ব চলছে ১০ জুলাই থেকে। মূল পর্ব শুরু ২৪ সেপ্টেম্বর, শেষ ২০ মে।

**কনফারেন্স লিগ: তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেনস লিগের মূল পর্ব শুরু হচ্ছে ২ অক্টোবর। ফাইনাল ২৭ মে, ২০২৬।


You might also like!