Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

West Bengal

3 months ago

Mamata Banerjee: ‘ট্রাম্পের কথায় চলেন!’ মোদির বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে আক্রমণ মমতার

Mamata Banerjee,
Mamata Banerjee,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলার রক্তাক্ত স্মৃতি এখনও তাজা। সেই হামলা ও পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ এবার উঠে এল ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রশ্ন তুললেন—“কেন ভারত পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) দখল করতে পারল না?” নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভাকে নিশানা করে মমতা বলেন, “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট।”

একুশের মঞ্চ থেকে বাংলার অস্মিতাকে হাতিয়ার করে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলা ভাষার অপমান তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে, ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। এর মাঝেই তাঁর মুখে এল পহেলগাঁও প্রসঙ্গ। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দু’টো বাংলা বলবেন? দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?” 

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে হামলা দাবি তুলে পালটা আক্রমণ করে শাহবাজ শরিফের সেনা। উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাপ দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন। তখনই প্রশ্ন ওঠে তাহলে কি ট্রাম্পের কথা মতো চলছে মোদি সরকার? একুশের মঞ্চে সেই প্রসঙ্গ উঠে এল মমতার মুখে।


You might also like!