দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আপাতত কলকাতা আর মুম্বই, দুই জায়গাতেই জমিয়ে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। শুরুটা বাংলা দিয়ে হলেও, বর্তমানে মুম্বইতেও ছাপ ফেলেছেন তিনি। তবে কেবল তাঁর কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনও বারবার চর্চায় উঠে এসেছে। তবে সব কিছুকে পিছনে ফেলে বরাবর নিজের লক্ষ্যে স্থির থেকেছেন নায়িকা। তাই এবার অভিনয়ের পাশাপাশি নতুন শুরু করলেন অভিনেত্রী। লঞ্চ করলেন তাঁর শাড়ির ব্র্যান্ড।
মায়ের নামেই নিজের শাড়ির ব্র্যান্ডের নাম ‘ইন্দিরা’ রেখেছেন দেবচন্দ্রিমা। সোশাল মিডিয়ায় নিজের নতুন এই জার্নির কথা সবার সঙ্গে ভাগ করেও নিয়েছেন তিনি। অভিনয়ের দিক থেকে তাঁর কেরিয়ারে এখন বৃহস্পতি তুঙ্গে। টলিউডে জনপ্রিয় সিরিয়াল, সিরিজ ও বেশ কিছু ছবিতে অভিনয়ের পর এবার মুম্বইয়ে অভিনয়ের নতুন শুরু নিয়ে ব্যস্ত দেবচন্দ্রিমা। আর এবার তাঁর পাশাপাশি শুরু করলেন নিজের নতুন এক জার্নি।
কেরিয়ারের মধ্যগগনে হঠাৎ কেন এই নতুন ভাবনা দেবচন্দ্রিমার? অভিনয় জগতের অনিশ্চয়তার জন্যই কি আগাম পরিকল্পনা অভিনেত্রীর? যদিও এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর রক্তেই ব্যবসা। ব্যবসায়ী পরিবারে যেহেতু তাঁর বেরে ওঠা তাই ব্যবসা বিষয়টা তিনি বেশ ভালোই বোঝেন। শাড়ি নিয়ে রীতিমতো পড়াশোনা করেই এই ব্যবসা শুরু করেছেন দেবচন্দ্রিমা। এমনকি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাঁর মা, দিদি দু’জনেই। অভিনয়ের পাশাপাশি নিজের শাড়ির নতুন ব্যবসাতেই আপাতত মনোনিবেশ করতে চান অভিনেত্রী। অন্যদিকে তাঁর দর্শক মুখিয়ে রয়েছেন তাঁর নতুন নতুন কাজ উপহার পাওয়ার আশায়।