Breaking News
 
Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার! Mahua Moitra: ছত্তিশগড়ে বাঙালি শ্রমিক গ্রেপ্তার! ‘সরকারি মদতে অপহরণ’ বলে অভিযোগ মহুয়ার Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে

 

Game

4 hours ago

Marathon runner Fauja Singh dies: প্রয়াত ফৌজা সিং, সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ অ্যাথলিট

Marathon runner Fauja Singh dies in road accident in Jalandhar
Marathon runner Fauja Singh dies in road accident in Jalandhar

 

চণ্ডীগড়, ১৫ জুলাই : বিশ্বের সবচেয়ে প্রবীণ অ্যাথলিট ফৌজা সিং প্রয়াত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত ফৌজা সিং সোমবার রাতে পঞ্জাবের জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৪ বছর। পরিবারের সদস্যদের মতে, ফৌজা সিং-এর শেষকৃত্য মঙ্গলবার তাঁর নিজ গ্রামে সম্পন্ন হবে। ফৌজা সিং কয়েক বছর ধরে জলন্ধরের কাছে বিয়াস পিন্ডে তাঁর ছেলের সঙ্গে বসবাস করছিলেন।

ফৌজা সিং-এর নাম ছিল টার্বান টর্নেডো। পরিবারের সদস্যরা পুলিশের কাছে করা অভিযোগে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ফৌজা সিং রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে হাঁটছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এর ফলে তিনি আহত হয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে গত রাতে তাঁর মৃত্যু হয়। আদমপুর থানার ইনচার্জ হরদেব সিং জানান, ফৌজা সিং-এর ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করা যায়নি।

ফৌজা সিং কে ছিলেন?

ফৌজা সিং ১৯১১ সালের ১ এপ্রিল পঞ্জাবের জলন্ধর জেলার বিয়াস পিন্ডে জন্মগ্রহণ করেন। ফৌজা সিং ৯০ বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ে ম্যারাথন দৌড় শুরু করার মাধ্যমে আলোচনায় আসেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি টার্বান টর্নেডোর তকমা অর্জন করেন। ২০০৪ সালে তিনি ৯৩ বছর বয়সে লন্ডনে একটি ম্যারাথন সম্পন্ন করেন। ২০১১ সালে ১০০ বছর বয়সে তিনি টরন্টোতে একটি ম্যারাথন সম্পন্ন করেন। ফৌজা সিংকে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯০ সালে বিদেশে পাড়ি জমান ফৌজা সিং ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছিলেন। তিনি ১০০ বছর বয়সে মোট আটটি রেকর্ড তৈরি করেছিলেন এবং ২০১৩ সালে তার ১০২-তম জন্মদিন উপলক্ষ্যে প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসর ঘোষণা করেন।

You might also like!