পাটনা, ২৮ জুলাই : রবিবার রাতে পাটনার সবচেয়ে ব্যস্ততম স্থান ডাক বাংলোর হোটেল সম্রাটে আগুন লেগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আগুনের কারণে আতঙ্কে তিনজন হোটেলের জানালা দিয়ে লাফিয়ে নিজেদের প্রাণ রক্ষা করলেন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার সময়, হোটেলে প্রায় ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন, যার মধ্যে ১৫ জন আটকা পড়েছিলেন এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় আহত ৫ জনকে তাৎক্ষণিকভাবে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানার জন্য নিবিড় তদন্ত করা হচ্ছে। তবে শট-সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।