দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উর্ফী জাভেদের ঠোঁট ও মুখ ফুলে এতটাই বদলে গিয়েছে যে চেনা দায়। নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ঠোঁট ফোলানোর প্রক্রিয়া। এবার আরও একটি ভিডিওয় দেখা যাচ্ছে, তাঁর মুখ আগের চেয়েও ফুলে উঠেছে। তবে উর্ফীর তাতে বিন্দুমাত্র চিন্তা নেই—বরং মজায় নিজেকেই নিয়ে রসিকতা করছেন তিনি।
পরনে কালো প্যান্ট আর ক্রপ টপ। এই পোশাকে ধরা দেন তিনি। কিন্তু মুখের দিকে তাকালেই আঁতকে উঠছেন উর্ফী। এ কী অবস্থা নেটপ্রভাবীর! মুখের আকৃতি বিরাট হয়ে গিয়েছে। তার উপর মস্ত বড় ঠোঁট। নিজের ভিডিয়োর সঙ্গে উর্ফী লিখেছেন, “আমার প্রেমিক বলে, কথায় কথায় মুখ ফুলিয়ে রাখি আমি। যদিও কথাটা সত্যি, তাই না?”
উর্ফী রসিকতা করলেও, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। কী ভাবে এই অবস্থা হল নেটপ্রভাবীর? ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। উর্ফী লিখেছিলেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” তবে খুব শীঘ্রই ফের নতুন করে ফিলার্স ব্যবহার করবেন বলেও জানিয়েছেন উর্ফী।