Life Style News

6 hours ago

Bedroom rule: রোজ চাইলে প্রেমের পরশ? বেডরুমে মেনে চলুন এই সহজ নিয়ম!

A Romantic Scene with a Couple
A Romantic Scene with a Couple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সঙ্গী যদি যৌন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন, ক্লান্তি আর রোজকার ঝগড়ায় যদি সম্পর্কে দূরত্ব তৈরি হয়— তাহলে সবসময় নিজেকে দোষারোপ করবেন না। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে আপনার ঘরের বাস্তুদোষও বড় কারণ হতে পারে। বাস্তু ঠিক না থাকলে ঘনিষ্ঠতা কমে যেতে পারে, দাম্পত্যে আসে অশান্তি। তাই আজই বদলে ফেলুন আপনার ঘরের সাজসজ্জা। দেখবেন, সম্পর্ক ফিরে পাবে উষ্ণতা ও শান্তি। কীভাবে করবেন? রইল প্রয়োজনীয় টিপস।

বাস্তু অনুসারে, সর্বদা পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান। এছাড়াও স্ত্রীকে সবসময় স্বামীর বাম পাশে ঘুমাতে হবে।

বেডরুমে টিভি, মোবাইল ইত্যাদি রাখবেন না। এতে মনোযোগ নষ্ট হয় এবং বাস্তু শাস্ত্রে প্রভাব পড়ে। আপনার বেডরুমে কুলার, ফ্যান বা এসি থেকে বিকট শব্দ বের হলে, তা দ্রুত ঠিক করিয়ে নিন। দক্ষিণ দিকে কখনই দেওয়ার ঘড়ি রাখবেন না। এ ব্যাপারে বেছে নিন। উত্তর দিকের দেওয়ালকে।

সুখী দাম্পত্য জীবনের জন্য বেডরুমের দেওয়ালে রাধা-কৃষ্ণের ছবি লাগান। চাইলে স্বামী-স্ত্রীর হাসিমুখের ছবিও লাগাতে পারেন। যে দিকে মাথা করে ঘুমবেন সেই দেওয়ালের উপরে লাগাতে পারেন।

সুস্থ সুন্দর সন্তানের ইচ্ছা পূরণ করতে, আপনার শয়নকক্ষে ভগবান কৃষ্ণের একটি ছবি রাখুন। দেখবেন সুন্দর একটি সন্তান হবে আপনাদের।

যদি বেডরুমে জানলার বাইরে থেকে শুকনো গাছ, ভাঙা দালান দেখা যায় কিংবা জানলার সামনে কারখানা বা যানবাহনের ধোঁয়া বের হয়, তাহলে সেই জানালাটি বন্ধ করুন বা সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখুন। না হলে কিন্তু সংসারে অন্ধকার নামবে।

ভুল করেও বিছানার সোজাসুজি আয়না রাখবেন না। প্রয়োজনে আয়নায় পর্দা টাঙিয়ে রাখতে পারেন। একইভাবে, ঘরে ভাঙা আয়না রাখবেন না। এটিকে বাস্তু দোষ বলা হয়। তাই আয়না রাখার ব্যাপারে সতর্ক হন।

You might also like!