Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Tripura

2 months ago

Agartala:স্মার্ট ক্লাস নিয়ে আগরতলায় কর্মশালা

digital education training,
digital education training,

 

আগরতলা, ২৪ জুলাই : ত্রিপুরায় জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞাভবনে "আইটি এনাবেল্ড সেন্ট্রালাইজড অনলাইন স্মার্ট ক্লাস প্রজেক্ট "এর ওপর একটি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এই যুগোপযোগী প্রকল্পের মূল লক্ষ্য হল জনজাতি অংশের ছাত্রছাত্রীদের আধুনিক ডিজিটাল শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদের শিক্ষার মান উন্নত করা।

এই স্মার্ট ক্লাস প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতি ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলার একটি সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত প্রকাশ করেন কর্মশালায় উপস্থিত আধিকারিকরা

কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, "এই স্মার্ট ক্লাস প্রকল্প কেবলমাত্র একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি জনজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার একটি দৃষ্টিভঙ্গি। ডিজিটাল শিক্ষার মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া অংশকেও মূল ধারার সঙ্গে যুক্ত করতে পারব।"

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার দৃষ্টিভঙ্গির ফলেই এই ধরনের আধুনিক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে

ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতর এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় এই স্মার্ট ক্লাস চালু হবে বলে দফতরের এক আধিকারিক জানিয়েছেন

You might also like!