কলকাতা, ২৫ জুলাই : বঙ্গোপসাগরের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। এ সবের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শুক্রবার দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গেরও একাধিক জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।