দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ, বুধবার, পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমবার কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে তিনি আজ সকালে দিল্লি থেকে রওনা হয়েছেন বায়ুসেনার একটি বিশেষ বিমানে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। তার প্রভাব পড়বে কলকাতার যান চলাচলেও। কল্যাণী পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অংশ নেবেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর প্রথম সমাবর্তনে। অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং মেধাবী তিন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন। সূত্রের খবর, সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। আজ রাত তিনি কাটাবেন কলকাতার রাজভবনে। আগামিকাল, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এরপর দুপুরে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। তাঁর পরিবর্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন কল্যাণী এইমসের অনুষ্ঠানে। রাষ্ট্রপতির এই সফরে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। এইমস চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ এবং পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার ও বৃহস্পতিবার—দু’দিনই।