Game

3 days ago

Liverpool : জয় দিয়ে বছর শেষ করল লিভারপুল, পয়েন্ট টেবিলে শীর্ষে

Liverpool ended the year with a win
Liverpool ended the year with a win

 

লিভারপুল, ৩০ ডিসেম্বর : ২০২৪ সালের শেষ ম্যাচেও বড় জয় পেল অলরেডরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ৫-০ গোলে জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচের ৩০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি-বক্স থেকে জোরাল শটে গোল করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। এই গোলের দশ মিনিট পর কোডি গাকপো গোল করেন সালাহ'র পাস থেকে। প্রথমার্ধের শেষ মিনিটে অর্থাৎ ৪৪ মিনিটে সালাহ নিজেই গোল করে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন।

বিরতির পর আরও দুই গোল খায় ওয়েস্ট হ্যাম। ৫৪ মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন ট্রেন্ড আর্নল্ড। এরপর লিভারপুলের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন দিয়েগো জোতা। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানেই থাকল লিভারপুল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। এদিকে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩-তম স্থানে ওয়েস্ট হ্যাম।

You might also like!