দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে নতুন সময়সূচি মেনে চলবে ট্রেন। যাত্রীদের সুবিধার্থে রেলের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।নতুন সময়সূচিতে কোনও ট্রেনের সময় এগিয়েছে, আবার কোন ট্রেনের সময় একটু হলেও নির্ধারিত সময়ের থেকে পিছিয়েছে।
পূর্ব রেল সূত্রে শনিবার জানা গিয়েছে, ৩৬টি মেল ও এক্সপ্রেস এবং ১৪৭টি প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে বদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে।সে তালিকায় মালদহ ডিভিশনের গৌড় এক্সপ্রেস, হাওড়া-মালদহ ইন্টাসিটি এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, দার্জিলিং মেলের মতো একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি বদলে যাচ্ছে, দাবি রেল কর্তৃপক্ষের।
রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রেলের রেক বদলানো হয়েছে। ফলে ট্রেন চলাচলের গতি বৃদ্ধি পেয়েছে। তাই একাধিক ট্রেনের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।