লন্ডন, ১ জানুয়ারি : কোনও ক্লাবই থিতু হচ্ছে না ওয়েইন রুনির। ৩ বছরের মধ্যে ৪টে ক্লাবে কোচিংয়ের দায়িত্ব নিয়ে রুনি টিকতে পারলেন না বেশিদিন। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্লিমিথ অর্গাইলে ৭ মাসে ২৫ ম্যাচেই শেষ হয়ে গেল তাঁর অধ্যায়। দুই পক্ষের সমঝোতায় সম্পর্কের ইতি টানার কথা মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানান প্লিমিথ।
রুনির কোচিংয়ে প্লিমিথ চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে স্রেফ ৪টি জিতেছে। ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। গত মে মাসে রুনিকে ৩ বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ করেছিল প্লিমিথ।