Game

2 days ago

FIFA international women’s friendlies 2024-25: ভারত মহিলা দ্বিতীয় বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় মালদ্বীপকে ১১-১ গোলে হারাল

FIFA international women’s friendlies (Symbolic picture)
FIFA international women’s friendlies (Symbolic picture)

 

কলকাতা, ৩ জানুয়ারি : অভিষেকে একটি চিত্তাকর্ষক প্রদর্শনী দেখিয়ে, ফরোয়ার্ড লিনডাইকিম বৃহস্পতিবার বেঙ্গালুরুতে দ্বিতীয় ফিফা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের ব্যাপক ১১-১ ব্যবধানে জয়ে ৪ টি গোল করেছেন।

প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ১৪-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। লিনডাইকিম প্রতিটি অর্ধে দুটি করে গোল করেন যেখানে প্রতিযোগিতার অন্য অভিষেককারী, নংমেইকাপাম সিবানি দেবী প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন।

প্রতিযোগিতায় আর যারা গোল করেছেন তাঁরা হলেন কাজল ডি'সুজা, পূজা সিমরান গুরুং, এবং খুমুকচাম ভূমিকা দেবী। একটি গোল হয় আত্মঘাতী। ২৭তম মিনিটে মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন মরিয়ম রিফা।

You might also like!