দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বন্ধুত্ব পেরিয়ে এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলি পাড়ার অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অভিনেত্রী ঐন্দ্রিলা নিজের মুখেই জানিয়েছেন নতুন বছরে তাঁদের নতুনভাবে পথচলার কথা। এই সুখবর প্রকাশ্যে আসতেই টলি পাড়ায় খুশি খুশি রব।
অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনেই জানিয়েছেন তাঁদের বিয়ের পোশাকের দায়িত্ব তাঁরা দিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায়-কে। তাঁর পোশাক সম্ভার থেকে নায়িকাকে নীল বেনারসি,সোনালি জরিতে বোনা শাড়ি দেওয়া হয়েছে। বিয়ের গয়না বেছে নিতে দেখা গিয়েছে। একই ভাবে বিয়ের দিন সম্ভবত অঙ্কুশ হাজরা-কে দেখা যাবে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে।
এই প্রসঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা লিখলেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।’ যদিও শপিং শুরুর ভিডিয়ো দিলেও, শুভ দিন কবে তা নিয়ে কোনো আভাসই দেননি দুজনে। তবে বলতে শোনা গেল, ‘আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?’এখন তারকা যুগলের শুভ মুহূর্তের দিন গুনছেন অনুরাগী মহল।