Country

1 day ago

Jammu and Kashmir: ভূস্বর্গ আচ্ছন্ন ঘন কুয়াশায়, রবিবার উপত্যকায় বৃষ্টিপাতের সম্ভাবনা

Dense fog covering the sky, chances of rain in the valley on Sunday
Dense fog covering the sky, chances of rain in the valley on Sunday

 

শ্রীনগর, ৫ জানুয়ারি : রবিবারও শীতে কাবু কাশ্মীর। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীরের নানা প্রান্তে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ভূস্বর্গ। জানা গেছে, এদিন সকালে শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার নানা প্রান্ত কুয়াশাচ্ছন্ন ছিল।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উপত্যকার প্রায় সর্বত্রই কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। আপাতত শীত থেকে রেহাই নেই। বরং শীতের সঙ্গে রবিবার বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সঙ্গে এদিন আবার রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।

You might also like!