Country

3 days ago

Weather Forcast in Mumbai: নববর্ষেও ধোঁয়াশায় আচ্ছন্ন মুম্বই, বাতাসের গুণগতমান 'মন্দ' পর্যায়েই

Weather Forcast in Mumbai
Weather Forcast in Mumbai

 

মুম্বই, ১ জানুয়ারি : বাণিজ্যনগরী মুম্বই বুধবার সকালেও হালকা ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ের বিভিন্ন এলাকা বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল, বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে।

নববর্ষের প্রথম দিন, বুধবার সকালের দিকে মুম্বইয়ের বাতাবরণ ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল, বেলা বাড়লেও প্রায় একইরকম থাকে আবহাওয়া। এদিকে, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য যখন ঠান্ডায় রীতিমতো কাঁপছে, এই সময়ে একটুও ঠান্ডা নেই মুম্বইয়ে।

You might also like!