সান্তিয়াগো, ২৩ ডিসেম্বর : সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার লিগ ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, সেভিয়ার বিরুদ্ধে। আর রিয়াল মাদ্রিদ এই ম্যাচ জিতে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল।
প্রথমার্ধের ৩৪ মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ এমবাপে, ভালভের্দে এবং রদ্রিগোর লক্ষ্যভেদে মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ৩৬ মিনিটে সেভিয়ার হয়ে ইসাক রোমেরো ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে রয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াস। ৮৫ মিনিটে আরেকটি গোল শোধ করেন দোদি লুকবাকিও।
এই ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান সেভিয়ার হয়ে দুই দশকের অধ্যায়ে রেকর্ড ৭০৫ ম্যাচ খেলা হেসুস নাভাস। ম্যাচ শুরুর আগে স্প্যানিয়ার্ডকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দলের খেলোয়াড়রা। ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে শিরোপাধারী রিয়ালের ৪০ পয়েন্ট উঠে এলো দ্বিতীয় স্থানে । সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সেলোনা।