Country

5 days ago

Padma Shri awardee Tulsi Gowda passes away:পরিবেশবিদ তুলসী গৌড়ার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Padma Shri awardee Tulsi Gowda passes away
Padma Shri awardee Tulsi Gowda passes away

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : কর্ণাটকের বিশিষ্ট পরিবেশবিদ এবং পদ্ম পুরস্কারপ্রাপ্ত তুলসী গৌড়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, তুলসী গৌড়া জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি প্রকৃতি পালন, হাজার হাজার বৃক্ষচারা রোপণ এবং পরিবেশ সংরক্ষণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি পরিবেশ সংরক্ষণে পথপ্রদর্শক হয়ে থাকবেন। পরিবেশ রক্ষায় তাঁর অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার পরিজনদের সমবেদনা জানাই।

You might also like!