Country

3 days ago

A car hit a truck in Shahjahanpur: শাহজাহানপুরে ট্রাকে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৫ জনের মৃত্যু

A car hit a truck in Shahjahanpur
A car hit a truck in Shahjahanpur

 

শাহজাহানপুর, ১৯ ডিসেম্বর: উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। এছাড়াও আরও ৫ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের অংশ ভেঙে তছনছ হয়ে যায়। প্রাণ হারান ৫ জন, বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) রাজেশ এস বলেছেন, "বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরেলি-এটাওয়া হাইওয়ের ওপর বারখেদা জয়পাল চৌরাস্তার কাছে। গাড়িতে চেপে একই পরিবারের সদস্যরা দিল্লি যাচ্ছিলেন। ওই গাড়িটি বেসামাল হয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রিয়াজুল আলী (৪৫), আমনা (৪২), গুড়িয়া (৯), তামান্না 'অনু' (৩২) ও নূর (৬)। শাহজাহানপুরের কান্ত শহরের বাসিন্দা রিয়াজুল দিল্লিতে পোশাকের ব্যবসায় করতেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বুধবার রাত ১০টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালককে পাকড়াও করা হয়েছে।

You might also like!