Country

6 days ago

Manish Sisodia: দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, তোপ সিসোদিয়ার

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করেছেন। দিল্লির আইন-শৃঙ্খলা প্রসঙ্গে সোমবার সিসোদিয়া বলেছেন, "দিল্লির জনগণ কেজরিওয়ালজিকে স্কুল, বিদ্যুৎ, হাসপাতালের কাজ করার দায়িত্ব দিয়েছিল। তিনি সরকারি হাসপাতালে কাজ করেছেন এবং সেগুলি উন্নত করেছেন। দিল্লিতে এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়, সরকারি স্কুলগুলি এখন অসাধারণ। কেজরিওয়ালজিকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেগুলি ভালভাবে পালন করেছেন।"

মনীশ সিসোদিয়া আরও বলেছেন, "অন্যদিকে দিল্লির জনতা অমিত শাহ ও বিজেপিকে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছে। কিন্তু তিনি পদে থাকাকালীন কী ঘটল? আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, খুন হচ্ছে, গুলি চলছে। তাই, মানুষ মনে করে অমিত শাহ আইনশৃঙ্খলা সামলাতে অক্ষম। এই নির্বাচনে, এটি জনগণের সতর্কবাণী যে অমিত শাহকে হয় আইন-শৃঙ্খলার উন্নতি করতে হবে, অন্যথায় জনতা জানে কীভাবে এটি করতে হয়।"


You might also like!