Country

4 days ago

ফের দূষণের কবলে রাজধানী দিল্লি, একিউআই পৌঁছল ৪৪২-এ

The capital Delhi is again under the influence of pollution
The capital Delhi is again under the influence of pollution

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : কনকনে ঠান্ডার মধ্যেই, ফের বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি। নতুন করে দূষণ বাড়তে থাকায় চিন্তা শুরু হয়েছে দিল্লিবাসীর। বুধবার সকালে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) বেড়ে ৪৪২-এ পৌঁছেছে, যা খুবই অস্বস্তিদায়ক। বুধবার সালে কনকনে ঠান্ডায় অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে, তাপমাত্রার পারদ নেমে যায় ৫ ডিগ্রিতে।

এছাড়াও সকালের দিকে হালকা কুয়াশার আস্তরণে আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন এলাকা। ফলে দৃশ্যমানতাও কমে যায়। দূষণ বাড়তে থাকায় আবারও শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন অনেকেই। ঠান্ডা ও কুয়াশার মধ্যেই এদিন ভোরে আবার দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি নেন বায়ুসেনা জওয়ানরা।

You might also like!