Country

3 days ago

Bansuri Swaraj: কংগ্রেস সর্বদা গণতন্ত্রকে হত্যা করেছে : বাঁসুরি স্বরাজ

Bansuri Swaraj
Bansuri Swaraj

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে শাসক ও বিরোধীদের মধ্যে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে। কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা প্রতিবাদ করেছেন। এবার কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ। তিনি বলেন, কংগ্রেস সর্বদা গণতন্ত্রকে হত্যা করেছে।

বাঁসুরি স্বরাজ ১৯৭৫ সালের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সত্তরের দশকে দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে হত্যা করেছিল কংগ্রেস। কংগ্রেস সবসময়ই বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে। এর জন্য কংগ্রেস ও তাদের নেতাদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাঁসুরি বলেন, দেশে যদি কেউ সংবিধান বাস্তবায়ন করে থাকেন, তবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

You might also like!