Country

1 week ago

Reserve Bank of India: রিজার্ভ ব্যাঙ্ককে উড়িয়ে দেওয়ার হুমকি! তদন্ত শুরু মুম্বই পুলিশের

Reserve Bank of India
Reserve Bank of India

 

মুম্বই, ১৩ ডিসেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-কে উড়িয়ে দেওয়ার হুমকিকে ঘিরে শোরগোল তৈরি হল। এই হুমকির প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ান ভাষায় একটি হুমকি মেইল এসেছে। হুমকি দেওয়া হয় আরবিআই-কে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে।

শুক্রবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। ই-মেইলটি রাশিয়ান ভাষায় এসেছে, ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


You might also like!