Entertainment

1 week ago

Celeb Weddings: বিবাহবন্ধনে অনুরাগকন্যা আলিয়া এবং ব্যবসায়ী শেন গ্রেগ, ঠোঁটে ঠোঁট রেখে শুরু হল নবদম্পতির পথচলা!

aaliyah kashyap & Shane Gregoire
aaliyah kashyap & Shane Gregoire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গাঁটছড়া বাঁধলেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ এবং ব্যবসায়ী শেন গ্রেগ। অবশেষে বহুদিনের প্রেমের সম্পর্ক স্বীকৃতি পেল বুধবার। জাঁকজমক পূর্ণ বিবাহ আসরে উপস্থিত ছিলেন বলিউড খ্যাত বহু তারকা। 

হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকেই সেজে উঠেছিলেন আলিয়া ও শেন। আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল নানা রঙের পাথরের সমন্বয়ে। অন্যদিকে শেনের পরনে ছিল সোনালি রঙের শেরওয়ানি। গায়েহলুদেও ম্যাচিং করে হলুদ পোশাক পড়েছিলেন তাঁরা। প্রতিটি শুভ মুহূর্তে উজ্জ্বল ভাবে উপস্থিত ছিলেন অনুরাগও। বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন। বধূ বেশে আলিয়াকে দেখতেই চোখে জল তাঁর। আর অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া। এভাবেই সোহাগী মুহূর্তের মধ্যে দিয়ে পথচলা শুরু করলেন  নবদম্পতি। 

প্রসঙ্গত, মে মাসের ২০ তারিখ সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটিতে তাঁর হাতে হীরের আংটি দেখা যাচ্ছে, অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা- “অবশেষে সেই দিন! আমার সবেচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এখন আমার বাগদত্ত। তুমিই আমার ভালবাসা, আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ। তোমায় হ্যাঁ, বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। খুব ভালবাসা তোমায় বাগদত্ত (বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি)।” 

বিয়ের আসরে উপস্থিত ছিলেন একঝাঁক নক্ষত্র। যেমন,সুহানা খান, খুশি কপূর, বেদাঙ্গ রায়না, ববি দেওল, এসেছিলেন সপরিবার সানি লিওন, ইমতিয়াজ় আলি, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, কল্কি কেকলাঁ এবং ওরি। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালাও।

You might also like!